✍️✍️ গুগল বা সার্চ ইঞ্জিন যে ভাবে কাজ করে :
প্রতিটি Search Engine এর একটি নিজস্ব Algorithm থাকে। এইখানে Algorithm বলতে বুঝানো হচ্ছে Search Engine এর নিয়মগুলোকে। যাকে আবার অন্য ভাবে বলা হয় "The secret sauce". একে " The Secret Sauce " বলার কারন হচ্ছে যে প্রতিটি Search Engine কে যদি আমরা একটি খাবারের সাথে তুলনা করি তাহলে প্রতিটি খাবারের নিজস্ব একটি রেসিপি থাকে। আর এই রেসিপির মধ্যে কিছু Sauce থাকে এইরকম যেইগুলো খাবারের স্বাদ বাড়ানোর জন্য Secret ভাবে ব্যবহার করা হয়। ঠিক Algorithm ও হচ্ছে প্রতিটি Search Engine এর এমন একটি Secret Sauce। Google Search Engine বলেন অথবা যেকোনো Search Engine বলেন প্রতিটির Algorithm কিভাবে কাজ করে তা একান্তই Search Engine এর ব্যাক্তিগত তথ্য। অর্থ্যাৎ Algorithm কিভাবে কাজ করে তা জানার নির্দিষ্ট কোনো উপায় নেই। কিন্তু SEO এর কিছু ধাপ আছে যেগুলোর সম্পর্কে জানা যায়। আমি নিচে Google Search Engine এর SEO এর ধাপগুলো দিচ্ছি।
👉👉 Crawling: প্রথম পর্যায়ে Google-এর বটগুলি (কুখ্যাত "মাকড়সা") ওয়েবে ক্রল করা এবং নতুন বা আপডেট করা ওয়েব পৃষ্ঠাগুলির সন্ধান করা জড়িত৷ সাধারণভাবে, একটি পৃষ্ঠায় যত বেশি লিঙ্ক থাকবে, Google এর পক্ষে এটি সনাক্ত করা তত সহজ হবে৷ র্যাঙ্ক করার জন্য পৃষ্ঠাগুলিকে ক্রল এবং সূচীবদ্ধ করতে হবে।
👉👉 Indexing: Google-এর পরবর্তী ধাপ হল এই URL গুলিকে বিশ্লেষণ করা এবং প্রতিটি পৃষ্ঠার বিষয়ে কী আছে তা বের করার চেষ্টা করা৷ এটি পৃষ্ঠার বিষয়বস্তু, চিত্র এবং অন্যান্য মিডিয়া ফাইলগুলি ঘনিষ্ঠভাবে দেখে এটি করে এবং তারপর এই তথ্যগুলিকে Google সূচক নামে পরিচিত একটি বিশাল ডাটাবেসে সংরক্ষণ করে৷ এই প্রথম দুটি ধাপে আপনার টেকনিক্যাল এসইও ভালোভাবে থাকা এবং আপনার সাইটম্যাপ, হেডার এবং ট্যাগগুলো সঠিকভাবে কনফিগার করা গুরুত্বপূর্ণ।
👉👉 Serving: চূড়ান্ত পদক্ষেপ হল এই পৃষ্ঠাগুলির মধ্যে কোনটি একটি নির্দিষ্ট অনুসন্ধান প্রশ্নের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক এবং সহায়ক তা নির্ধারণ করা৷ এটি র্যাঙ্কিং পর্যায় নামে পরিচিত, এবং এখানেই গুগল সার্চ অ্যালগরিদম আসে।
✍️✍️গুগল যে ভাবে কন্টেন্টগুলো সার্চ করে :
এইসকল ধাপ অনুসরণ করে Google Search Engine ওয়েবসাইট কন্টেন্ট Rank করিয়ে থাকে। কিন্তু দিন শেষে আপনাকে এইটা অবশ্যই বুঝতে হবে যে কিভাবে Google অথবা যেকোনো Search Engine এর Algorithm কাজ করে থাকে। এইটা বুঝার একমাত্র উপায় হচ্ছে আপনাকে Search Engine এর Ranking এ থাকা Content গুলোকে Analysis করতে হবে। এইটার শোনার পর অনেকের এইটা চিন্তা করে মাথা ঘুরাতে পারে যে এত শত কোটি Website Content কিভাবে Analysis করা সম্ভব। এইটা সম্ভব Keyword রিসার্চ এর মাধ্যমে। আপনাকে আগে বুঝতে হবে যে মানুষ কোন কোন শব্দ অথবা টপিকগুলোকে সার্চ করতে পারে। ওইসব Keyword গুলোর ওপর যখন আপনি রিসার্চ করতে যাবেন তখন আপনি Unique Content এর আইডিয়া পেয়ে যাবেন। আর এই Keyword Research এর জন্য অনেক Extension আছে যেগুলো Content Writer রা ব্যবহার করে থাকে।
🌠Google Trends
🌠Keyword Generator
🌠keyword sheeter
🌠Answer the public
🌠Keyword Surfer
🌠Keyworddit
🌠Google Search Console
🌠Questiondb
🌠Bulk keyword Generator
🌠SEMrush
✍️✍️ এইসকল Keyword Research site গুলোতে হাজার হাজার SEO Content Writer দের যাওয়া আসা হয়ে থাকে। তাই আপনি কিছুক্ষন বসে থেকে যদি ১ মিনিট পর রিফ্রেশ করেন দেখবেন যে অল্পতেই ডাটা আপডেট হয়ে গেছে। আর এই Keyword research এর মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে Algorithm অনুযায়ী আপনার Content টা কেমন হওয়া উচিত। SEO Content Writing - 60% Analytical এবং 40% Technical। তাই আপনাকে keyword research এর পাশাপাশি On Page SEO এবং SEO Tags গুলোর এর ওপর সম্পূর্ন জ্ঞান রাখতে হবে।
Comentários